বরাবর,
চেয়ারম্যান মহোদয়,
২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ,
রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বিষয়ঃ কাজে যোগদান পত্র ।
সূত্রঃ০৫.৪২.৪৬০০.০০৪.১১.০৪৮.১৪-৬০ তারিখঃ- ১০/০২/২০১৪খ্রিঃ
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মহোদয়ের সূত্রস্থ স্মারকের নির্দেশ মোতাবেক অদ্য ১৩/০২/২০১৪ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে নতুন কর্মস্থলে সচিব পদে যোগদান করলাম।
অতএব, মহোদয়ের কৃপাবিতরণ পূর্বক আমার যোগদান পত্র গ্রহণে একামত্ম মর্জি হয়।
বিনীত নিবেদক
আপনার একামত্ম অনুগত
(মোঃ মিজানুর রহমান)
সচিব,
২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ,
রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
স্মারক নং- তারিখঃ
অনুলিপিঃ সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
০১। জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
০২। উপ-পরিচালক, স্থানীয় সরকার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
০৩। উপজেলা নির্বাহী অফিসার, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
(কাজী নুরম্নল আলম)
চেয়ারম্যান,
২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ,
রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস