Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাতাছড়া ইউনিয়নের ইতিহাস

২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়টি বিগত ১৯৮৫ইং সালে খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার অন্তর্গত ২৩৬নং পরশুরামঘাট মৌজায়       নং হোল্ডিং এর অন্দরে ১.০০ একর জায়গার উপর অবস্থিত। রামগড় উপজেলা সদর হইতে খাগড়াছড়ি জেলার সদরে যাওয়ার রাস্তার উত্তর পার্শ্বেই ভবনটি বিদ্যমান আছে। এই ভবনের অন্দরে ৯টি ওয়ার্ড রহিয়াছে এবং ৩টি মৌজা রহিয়াছে। এই ভবনের আওতায় বিভিন্ন সরকারী,বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়,কৃষি বিষয়ক কার্যালয়,ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র,কমিউনিটি ক্লিনিক,হাট-বাজার,ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ,মক্তব,মন্দির,কেয়াং) রহিয়াছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন উক্ত ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া করে থাকে।আগামীতে ভবনটি পুরাতন রুপ ছেড়ে নতুন কমপ্লেক্স ভবন হওয়ার আশংকা রহিয়াছে।